Introduction to Photoshop Tools । পর্ব ১৪

Lasso Tool




Lasso Tool: এই টুলের সাহায্যে ইমেজের যেকোন অংশকে খুব সহজ ভাবে সিলেক্ট করা যায়

Polygonal Lasso Tool : এই টুল ব্যবহার করে সোজা বা ভেঙ্গে ভেঙ্গে ডকুমেন্ট সিলেক্ট করা যায় ।

Magnetic Lasso Tool : এই টুলটি ব্যবহার করে একই ধরনের পিক্সেল সহজেই নির্বাচন করা যায় ।

Crop Tool 

Crop Tool : Crop টুল ব্যবহার করে ইমেজের অতিরিক্ত অংশকে কেটে আলাদা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে । 

Perspective Crop Tool : চিত্রের দৃষ্টিকোণ সামঞ্জস্য করতে এবং একই সাথে ক্রপ করতে দেয়

Slice Tool : এই ব্যবহার করে ইমেজের স্লাইস তৈরি করা যায় ।

Slice Select Tool : এই টুল এর সাহায্যে স্লাইস সিলেক্ট করা যায় ।

 Quick Selection Group

Quick Selection Tool :  কোন কিছু তাড়াতাডি সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করা  হয় । 

Magic Wand Tool :  এই টুলটি সাহায্যে ইমেজের একই ধরনের ( কালারের ) পৃথক পৃথক অংশকে সহজেই সিলেক্ট করা যায় । Shift key চেপে ধরে Magic টুল দিয়ে একই কালার গুলোর উপরে ক্লিক করলে সেগুলো সিলেক্ট হবে ।


Spot Healing Brush Tool

Healing Brush Tool : স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করা হয় ইমেজের কোন দাগ বা ক্রটি দূর করা যায় ।

Patch Tool : একটি ইমেজের সিলেক্ট করা অংশ রিপেয়ার করার জন্য এই টুলটি ব্যবহার করা যায় ।

Red Eye Tool : সাধারণত একটি ছবি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশ দ্বারা সৃষ্ট লাল বার্ণ চোখ থেকে দূর করার জন্য এই টুলটি ব্যবহার করা হয় ।

Content Aware Move Tools :

উপাদানগুলিকে সদৃশ এবং স্থানান্তরিত করে রচনাটি প্রসারিত করার জন্য বিশেষভাবে কার্যকর।



No comments

Powered by Blogger.