লেয়ার লক ও আনলক করা । পর্ব ১৩
লেয়ার আনলক করা:
- উপরের চিত্রে লক্ষ্য করুন লেয়ারের ডানের তালা চিহ্ন প্রদর্শিত হচ্ছে। ঐ চিহ্নের উপর মাউস দ্বারা ক্লিক করলে লেয়ারটি আনলক হয়ে যাবে।
- কীবোর্ডের Ctrl+/ ।
লেয়ার লক করা:
- যে লেয়ারটিকে লক করতে তা সিলেক্ট করুন।
- লেয়ার প্যানেলে অবস্থিত লক আইকনের (তালা চিহ্নিত) উপর ক্লিক ।
- লেয়ারটি লক হয়ে যাবে।
- Layer > Lock Layers ক্লিক ।
লেয়ার Merge
একাধিক লেয়ার একটি লেয়ারে পরিণত করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।
- যে লেয়ারগুলো একত্রিত করতে হবে তা সিলেক্ট ।
- Layer > Merge Layers ক্লিক ।
- সিলেক্টকৃত লেয়ারসমূহ একটি লেয়ারে পরিবর্তিত হবে।
- বা, লেয়ারসমূহ সিলেক্ট করে সিলেক্টকৃত লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক Merge Layers ক্লিক।
- বা, কীবোর্ডের Ctrl+E ।
সকল লেয়ার একত্রিত Merge Visible
- Layer > Merge Visible ক্লিক
- বা, যে কোন লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক Merge Visible ক্লিক
- Show সকল লেয়ার একটি লেয়ারে হয়েছে।
- বা, কীবোর্ডের Shift+Ctrl+E ।
লেয়ার স্টেক পরিবর্তন করা বা সরানো
কাজের প্রয়োজনে এই লেয়ারসমূহ একটিকে আরেকটির উপনে কিংবা নিচে সরানো যায়।
- উপরের চিত্রে সবার নিচে Layer 1, Layer 2, Layer 3, অবস্থান করছে।
- Layer1 কে সবার উপরে নিতে চাইছি। সেজন্য Layer 1 টি মাউস দ্বারা ড্রাগ করে উপরে নিলে যখন নীল বর্ডার show করবে তখন মাউস ছেড়ে দিতে হবে।
- এভাবে মাউস দ্বারা ড্রাগ করে লেয়ারকে প্রয়োজন মত সরানো যায়।
Rename Layer
- Layer > Rename Layer ক্লিক ।

- বা, লেয়ার নামের উপর মাউস দ্বারা ডাবল ক্লিক নাম টাইপ করে Enter ।
লেয়ার Group
- লেয়ারসমূহ Group করার জন্য প্রয়োজনীয় লেয়ারসমূহ সিলেক্ট।
- Layer > Group Layers ক্লিক ।
- কীবোর্ডের Ctrl+G ।
লেয়ার Ungroup
- Group করা লেয়ারটি সিলেক্ট ।
- Layer > Ungroup Layers ক্লিক ।
- কীবোর্ডের Shift+Ctrl+G ।
No comments