লেয়ার Hide ও Show । পর্ব ১২

 লেয়ার Hide ও Show 

প্রতিটি লেয়ারের পাশে একটি চোখের চিহ্ন আছে। এমতাবস্থায় লেয়ারটি প্রদর্শিত হয়।

  • লেয়ারটি Hide করতে চাইলে ঐ চোখের আইকনের ওপর মাউস দ্বারা ক্লিক করতে হবে।
  • ঐ লেয়ারের অবস্থিত ইমেজ  লুকিয়ে গেছে।
  • পুনরায় Show করতে চাইলে পূর্বের জায়গায় মাউস দ্বারা ক্লিক করুন। লেয়ারটি পুনরায় Show হবে।
  • অথবা, যে লেয়ারটি লুকাতে চান তা সিলেক্ট করুন।
  • মেন্যুবার হতে Layer > Hide Layers ক্লিক ।
  • অথবা, কীবোর্ডের Ctrl+, ।
  • লেয়ার প্রদর্শিত করতে Layer > Show Layers ক্লিক ।

অথবা, কীবোর্ডের Ctrl+, ।





No comments

Powered by Blogger.