লেয়ার তৈরি [Create] করা। পর্ব ১১
লেয়ার কি কেন এবং এর ব্যবহার
একটি বিল্ডিং তৈরি করতে যেমন একটি ইটের ওপর আরেকটি ইট বসিয়ে তৈরি করা হয়। ফটোশপে কোন ডিজাইন তৈরি করতে ছোট ছোট ইমেজ ও টেক্সট এর সমন্বয়ের প্রয়োজন হয়। ফটোশপে লেয়ারসমূহ ইটের গাঁথুনির মত একটির উপর আরেকটি অবস্থান করে।প্রয়োজনে একটি লেয়ারকে অন্য লেয়ারে ওপরে কিংবা নিচে সরানো যায়। এ কারণেই এর গুরুত্ব অনেক বেশি।
লেয়ার তৈরি [Create] করা
লেয়ার তিন পদ্ধতিতে তৈরি [Create] করা যায়।
- নতুন লেয়ার তৈরি করার জন্য মেন্যুবারের Layer > New>Layer ক্লিক
- কীবোর্ডের Shift+Ctrl+N চাপুন।
লেয়ার প্যালেট থেকে Create a new layer ক্লিক OK লেখা বাটনে ক্লিক

লেয়ার Delect করা যায় চার পদ্ধতিতে
- মেন্যুবার হতে Layer > Delete Layer ক্লিক । Yes ক্লিক
- সিলেক্টকৃত লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রদর্শিত মেন্যু হতে Delete Layer ক্লিক । Yes ক্লিক ।
- যে লেয়ারটি মুছতে চান তা সিলেক্ট করুন এবং কীবোর্ডের Delete কী চাপুন। এক্ষেত্রে কোন বার্তা ছাড়াই লেয়ারটি মুছে যাবে।
- লেয়ার প্যালেট থেকে Delete Icon ক্লিক । Yes ক্লিক ।
Layer Duplicate করা
লেয়ারসমূহ বিভিন্নভাবে ডুপ্লিকেট করা যায়।
- যে লেয়ারটি ডুপ্লিকেট করতে চান তা সিলেক্ট ।
- মেন্যুবার হতে Layer > Duplicate Layer ক্লিক ।

- এবারে ডুপ্লিকেট লেয়ার নাম টাইপ করে Ok বাটন ক্লিক করুন।
- ডুপ্লিকেটকৃত লেয়ারটি সিলেক্ট করে ঐ লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক ।
- প্রদর্শিত মেন্যু হতে Duplicate Layer ক্লিক ।
- প্রয়োজনীয় নাম টাইপ করে কীবোর্ডের Enter কিংবা Ok বাটন ক্লিক ।
কীবোর্ডের Ctrl+J ।
No comments