Adobe Photoshop tools ব্যবহার - . পর্ব ১০

  

  1. Move Tool ( মোভ টুল ) ।

  2. Artboard Tool ( আর্টবোর্ড টুল ) ।

  3. Rectangular Marquee Tool ( আয়তক্ষেত্রাকার মার্কি টুল ) ।

  4. Elliptical Marquee Tool ( উপবৃত্তাকার মার্কি টুল ) ।

  5. Lasso Tool ( ল্যাসো টুল ) ।

  6. Polygonal Lasso Tool ( বহুভুজ ল্যাসো টুল ) ।

  7. Magnetic Lasso Tool ( ম্যাগনেটিক ল্যাসো টুল ) ।

  8. Object Selection Tool ( বস্তু নির্বাচন টুল ) ।

  9. Quick Selection Tool ( দ্রুত নির্বাচন টুল ) ।

  10. Magic Wand Tool ( জাদুর কাঠি টুল ) ।

  11. Crop Tool ( ফসল টুল ) ।

  12. Perspective Crop ( দৃষ্টিকোণ টুল ) ।

  13. Tool Slice Tool ( টুল স্লাইস টুল ) ।

  14. Slice Select Tool ( স্লাইস নির্বাচন করুন টুল ) ।

  15. Frame Tool ( ফ্রেম টুল ) ।

  16. Spot Healing Brush Tool ( স্পট হিলিং ব্রাশ টুল ) ।

  17. Brush Tool ( ব্রাশ টুল ) ।

  18. Pencil Tool ( পেন্সিল টুল ) ।

  19. Color Replacement Tool ( রঙ প্রতিস্থাপন টুল ) ।

  20. Mixer Brush Tool ( মিক্সার ব্রাশ টুল ) ।

  21. Eyedropper Tool ( আইড্রপার টুল ) ।

  22. Clone Stamp Tool ( ক্লোন স্ট্যাম্প টুল ) ।

  23. History Brush Tool ( ইতিহাস বুরুশ টুল ) ।

  24. Eraser Tool ( ইরেজার টুল ) ।

  25. Background Eraser Tool ( ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ) ।

  26. Magic Eraser Tool ( ম্যাজিক ইরেজার টুল ) ।

  27. Gradient Tool ( গ্রেডিয়েন্ট টুল টুল ) ।

  28. Paint Bucket Tool ( রঙের পাত্র টুল ) ।

  29. Blur Tool ( ঝাপসা টুল ) ।

  30. Dodge Tool ( ডজ টুল ) ।

  31. Pen Tool ( কলম টুল ) ।

  32. Rectangle Tool ( আয়তক্ষেত্র টুল ) ।

  33. Rounded Rectangle Tool ( বৃত্তাকার আয়তক্ষেত্র টুল ) ।

  34. Ellipse Tool ( উপবৃত্ত টুল ) ।

  35. Polygon Tool ( বহুভুজ টুল ) ।

  36. Line Tool ( লাইন টুল ) ।

  37. Custom Shape Tool ( কাস্টম আকৃতি টুল ) ।

  38. Hand Tool ( হাত টুল ) ।

  39. Zoom Tool ( জুম টুল ) ।


Move Tool



Move Tool :  মুভ টুল ব্যবহার করে কোন লেয়ারের অবজেক্ট কিংবা কোন ইমেজের নির্বাচিত অংশকে ড্র্যাগ করে মুভ করা যায় আর মুভ টুল এর কিবোর্ড শর্টকার্ট হচ্ছে V আপনি কিবোর্ড থেকে V প্রেস করলে Move Tool সিলেক্ট হবে । 

Marquee Tool



রেক্টাঙ্গুলার মারকিউ টুল (Rectangular Marquee Tool) :

এই টুল ব্যবহার করে চতুর্ভুজ আকৃতি সিলেকশন করা যায়

ইল্লিপটিক্যাল মারকিউ টুল (Elliptical Marquee Tool) :

ইল্লিপটিক্যাল টুল ইউজ করে গোলাকার সিলেকশন করা যায়

সিঙ্গেল রো মারকিউ টুল(Single Row Marquee Tool)

 এই টুলটির সাহয্যে এক পিক্সেল প্রশস্তাতা বিশিষ্ট রো নির্দিষ্ট করা যায়

সিঙ্গেল কলাম মারকিউ টুল(Single Column Marquee Tool) : 

কলাম টুল ব্যবহার করে মূলত এক  পিক্সেল প্রশস্তাতা বিশিষ্ট কলাম নির্দিষ্ট করা যায়


Deselect

ডিসিলেক্ট করার জন্য মেনুবারের সিলেক্ট থেকে Deselect ক্লিক  

কিবোর্ড কমান্ড Ctrl + D



No comments

Powered by Blogger.