Introduction to Photoshop Tools । পর্ব ১৫
Gradient Tool
- Liner Gradient Tool : এই টুলটি ইউজ করে লাইনার গ্রেডিয়েন্ট তৈরি করা যায় ।
- Radial Gradient Tool : এই টুলটি ব্যবহার করে রেডিয়েল গ্রেডিয়েন্ট তৈরি করা হয় ।
- Angle Gradient Tool : এই টুলটির সাহায্যে ত্র্যাংগেল গ্রেডিয়েন্ট করা যায় ।
- Reflected Gradient Tool : এই টুলটি ব্যবহার করে রিফ্লেকটেড গ্রেডিয়েন্ট তৈরি করা যায় ।
- Diamond Gradient Tool : ব্যবহার করে ডায়মন্ট গ্রেডিয়েন্ট টুল তৈরি করা যায় ।
Paint Bucket Tool : এ টুলটি সিলেক্ট করে ইমেজের সম্পর্ণ বা সিলেক্ট অংশকে ফোরগ্রাউন্ড কালার দিয়ে পেইন্ট করা যায় ।
Eraser Group Tool
Eraser Tool : এই টুল ব্যবহার করে কোন ইমেজের, লেয়ার কিংবা কোন নির্বাচিত অংশের পিক্সেল মুছা যায় ।
Background Eraser Tool: ইমজের ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায় ।
Magic Eraser Tool : কোন লেয়ারে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে একই ধরনের সব টুল পিক্সেল মুছে যায় ।
No comments