কিভাবে save করা File Open করবেন? Ms Word.পর্ব ০৬
আপনার ওয়ার্ড File টি যে ড্রাইভের save করেছেন অথবা যে ফোল্ডারে আপনার ওয়ার্ড File টি save করেছেন সেখানে যান। অতপর প্রয়োজনীয় File টির ওপর মাউস দ্বারা ডাবল ক্লিক করুন File Open
হবে।
অথবা
Ms Word 2007
Open করুন।
অফিস বাটন ক্লিক > Open ক্লিক করুন
- এবারে ওয়ার্ড File টি যে ড্রাইভের save করেছেন অথবা যে ফোল্ডারে আপনার ওয়ার্ড File টি save করেছেন সেখানে যান ফাইলটি সিলেক্ট করে Open বাটন ক্লিক করুন।।
- অথবা, কীবোর্ডের Ctrl+O চাপুন।
No comments