কিভাবে Power Point এ Background পরিবর্তন করা হয়? পর্ব ০৮
Power Point এ প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা যে স্লাইড গুলো নিয়ে কাজ করে থাকি সেগুলকে দৃষ্টি নন্দন করতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের Background স্টাইল।
Design ট্যাবে ক্লিক করুন। তারপর Background গ্রুপের Background অপশনে ক্লিক করুন, একটি ব্যাকগ্রাউন্ড কালার চার্ট আসবে।
- Background Style অপশনে ক্লিক
- Format Background অপশনে ক্লিক
Fill ট্যাবের প্রথম ব্যাকগ্রাউন্ড অপশনটি রয়েছে Solid fill
Solid fill অপশনটি প্রয়োগ করার কারনে স্লাইডের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে।
No comments