কিভাবে Power Point এ Slide Design করতে হয়? পর্ব ০৯
একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্লাইড ডিজাইন করার জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করুন।Design ট্যাবে ক্লিক করুন, তারপর সেখানে Thames গ্রুপের থিম গুলোর উপরে মাউস রাখলেই দেখবেন স্লাইডের থিম অর্থাৎ ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আপনার পছন্দ মতো থিমটি বাছাই করে তাতে ক্লিক করুন।
Apply to All Slides > দিলে সবগুলো স্লাইড একই ডিজাইন হবে।
Apply to Selected Slides > দিলে প্রতিটি স্লাইড আলাদা ডিজাইন হবে। ( Right button click করে করতে হবে।
স্লাইডের জন্য থিম সিলেক্ট করার পর স্লাইডের কালার পরিবর্তন করতে সে ক্ষেত্রে Thames গ্রুপের Color অপশনে ক্লিক করলে একটি কালার চার্ট আসবে, আবার কালার চার্ট থেকে মানানসই কালারটি বাছাই করে সেটিতে ক্লিক । ব্যবহৃত স্লাইডগুলোতে সিলেক্ট করা থিম থাকবে কিন্তু কালার পরিবর্তন হয়ে যাবে।
উপরের চিত্রে লক্ষ্য করুন, কালার সিলেক্ট করা কারনে স্লাইডে থিমের কালার পরিবর্তন হয়ে গেছে।
No comments