কিভাবে File save করবেন? Ms Word.পর্ব ০৫

প্রয়োজনীয় ফাইল টাইপ সম্পাদন করে মাইক্রোসফট অফিস বাটন ক্লিক করে Save কমান্ড সিলেক্ট করুন। অথবা, কীবোর্ডের Ctrl+S চাপুন। Save As এর ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।



এবারে যে লোকেশনে ফাইলটি সংরক্ষণ করতে চান নির্ধারণ করুন।



File Name এর ঘরে যে নামে ফাইলটি সংরক্ষণ করতে চান তা টাইপ করুন।

Save বাটনে ক্লিক করুন অথবা কীবোর্ডের এন্টার কী চাপুন।

একই ফাইল অন্য নামে  save করার জন্য Save As কমান্ড ব্যবহার করতে হবে। আর যদি কোন প্রেজেনটেশন সংরক্ষণ করে থাকেন তবে সেক্ষেত্রে Save কমান্ড ব্যবহার করতে হবে।

 


No comments

Powered by Blogger.