Adobe Photoshop Open a File. পর্ব ০৬

 ফাইল ওপেন করা

এডোবি ফটোশপের সিসি’র প্রাথমিক কাজ হলো কোন ইমেজ ফাইল ওপেন করা। কোন ইমেজ ফাইল ওপেন করতে চাইলে নিম্নের পদক্ষেপ গ্রহণ করুন।

  • ধরুন, আমরা একটি ইমেজ ফাইল ওপেন করবো।
  • ফটোশপ সিসি’র লেটেস্ট ভার্সন চালু করুন। ফলে নিচের মত উইন্ডো ওপেন হবে।

ফটোশপ সিসি’র প্রাথমিক ধারণা

  • ওপেরের চিত্রে প্রদর্শিত Open বাটন ক্লিক করে ফাইল ওপেন করা যাবে।

Open Image from File Menu in Adobe Photoshop CC

  • অথবা, মেন্যুবারে অবস্থিত File > Open ক্লিক করেও কোন ফাইল ওপেন করা যাবে।
  • অথবা, কীবোর্ডের Ctrl+O চাপুন।
  • বা, ফটোশপের ওয়ার্কিং এরিয়ার ভেতর মাউস দ্বারা ডাবল ক্লিক করুন।
  • এবারে প্রদর্শিত ওপেন ডায়ালগ বক্স হতে প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করুন এবং Open বাটন ক্লিক করুন।


বি:দ্র: এভাবে যে কোন ইমেজ ফাইল এবং ফটোশপে তৈরি করা ফাইল ওপেন করা যাবে।

বি:দ্র: একাধিক ফাইল ওপেন করার ক্ষেত্রে কীবোর্ডের Ctrl (Control) কী চেপে একাধিক ফাইল সিলেক্ট করুন এবং Open বাটন ক্লিক করুন।

No comments

Powered by Blogger.