Adobe Photoshop -Introduction to Working Area. পর্ব ০৫

 ওয়ার্কিং এরিয়া পরিচিতি 

মেন্যু বার: এটি  Photoshop উইন্ডোর সবার উপরে অবস্থান করে। এতে File, Edit, Image এবং অন্যান্য মেন্যুসমূহ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ফটোশপে কাজ করার বিভিন্ন কমাণ্ডসমূহ।

  • অপশনস বার: এটি মেনুবারের নিচে অবস্থিত। কাজের ক্ষেত্রে আপনি যে টুলস নির্বাচন করবেন ঐ টুলস এর বিভিন্ন অপশন প্রদর্মিত হবে।
  • টুলস প্যানেল: এটি ফটোশপের গুরুত্বপূর্ণ একটি প্যানেল। এটি উইন্ডোর বায়ে অবস্থিত। বিভিন্ন কাজ সম্পাদনের জন্য টুলসসমূহ গ্রুপ আকারে প্রদর্শিত থাকে।
  • প্যানেল: এটি উইন্ডোর ডানে অবস্থিত। এ প্যানেলে কালার, লেয়ার, প্রোপার্টিস এবং অন্যান্য প্যানেলসমূহ প্রদর্শিত থাকে। Window মেন্যু হতে প্যানেলসমূহের পূর্ণ লিস্ট খুঁজে পাবেন।
  • ডকুমেন্ট উইন্ডো: এটি ফটোশপের কাজের এরিয়া, যা টুলস প্যানেল এবং প্যানেল এর মাঝে অবস্থিত। একাধিক উইন্ডো ওপন করা থাকলে তা ট্যাব আকারে প্রদর্শিত হবে।

Interface of Adobe Photoshop CC Windo


No comments

Powered by Blogger.