Adobe Photoshop -Introduction to Working Area. পর্ব ০৫
ওয়ার্কিং এরিয়া পরিচিতি
মেন্যু বার: এটি Photoshop উইন্ডোর সবার উপরে অবস্থান করে। এতে File, Edit, Image এবং অন্যান্য মেন্যুসমূহ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ফটোশপে কাজ করার বিভিন্ন কমাণ্ডসমূহ।
- অপশনস বার: এটি মেনুবারের নিচে অবস্থিত। কাজের ক্ষেত্রে আপনি যে টুলস নির্বাচন করবেন ঐ টুলস এর বিভিন্ন অপশন প্রদর্মিত হবে।
- টুলস প্যানেল: এটি ফটোশপের গুরুত্বপূর্ণ একটি প্যানেল। এটি উইন্ডোর বায়ে অবস্থিত। বিভিন্ন কাজ সম্পাদনের জন্য টুলসসমূহ গ্রুপ আকারে প্রদর্শিত থাকে।
- প্যানেল: এটি উইন্ডোর ডানে অবস্থিত। এ প্যানেলে কালার, লেয়ার, প্রোপার্টিস এবং অন্যান্য প্যানেলসমূহ প্রদর্শিত থাকে। Window মেন্যু হতে প্যানেলসমূহের পূর্ণ লিস্ট খুঁজে পাবেন।
- ডকুমেন্ট উইন্ডো: এটি ফটোশপের কাজের এরিয়া, যা টুলস প্যানেল এবং প্যানেল এর মাঝে অবস্থিত। একাধিক উইন্ডো ওপন করা থাকলে তা ট্যাব আকারে প্রদর্শিত হবে।
No comments