Adobe Photoshop- Close File. পর্ব ০৭
ফাইল বন্ধ করা
ফাইল তৈরি কিংবা এডিট করার পর তা বন্ধ করার প্রয়োজন হয়ে থাকে। এজন্য নিম্নের মত পদক্ষেপ গ্রহণ করুন।
- প্রয়োজনীয় কার্য সম্পাদন করার পর ফাইল সংরক্ষণ করুন।
- অতপর মেন্যুবার হতে File ক্লিক করে Close করুন।
- অথবা, কীবোর্ডের Ctrl+W চাপুন।
বি: দ্র: নতুন ডকুমেন্ট কিংবা ওপেনকৃত ফাইল এডিটিং করার পর যদি সংরক্ষণ না করে বন্ধ করতে চান তবে অতপর মেন্যুবার হতে File ক্লিক করে Close করুন।
অথবা, কীবোর্ডের Ctrl+W চাপুন। কোন বার্তা প্রদর্শিত হলে No ক্লিক করুন। এক্ষেত্রে সংরক্ষণ ছাড়াই ফাইলটি বন্ধ হয়ে যাবে।
No comments