Adobe Photoshop- Save a File. পর্ব ০৮

 ফাইল সংরক্ষণ করা 

ফটোশপে প্রয়োজনীয় ইমেজ ও টেক্সট সম্বলিত কার্য সম্পাদনের পর তা সংরক্ষণ করার প্রয়োজন হয়ে থাকে।

প্রয়োজনে বিভিন্ন ফাইল ফরমেটে এটি সংরক্ষণ করতে পারেন। যেমন- .psd, .jpg, .png, .pdf ইত্যাদি।

  • ফাইল সংরক্ষণ করতে প্রয়োজনীয় কার্য সম্পাদন করে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।


  • File মেন্যু হতে Save/Save As সিলেক্ট করুন।
  • এবারে প্রথমে File Name: এর ফাইলের নাম টাইপ করুন এবং Save as type: অপশন ক্লিক করে প্রয়োজনীয় ফাইল টাইপ নির্ধারণ করুন।
  • অতপর Save বাটনে ক্লিক করুন। কোন বার্তা এলে Ok ক্লিক করুন।

নোট: .psd ফরমেটে সংরক্ষণ করলে পরবর্তীতে ফাইলটি ফটোসপে এডিট করা সম্ভব।


No comments

Powered by Blogger.