Power Point লেখা কপি এবং পেস্ট. পর্ব ০৬

 লেখা কপি এবং পেস্ট কমান্ডের ব্যবহার

একই লেখা পুনরায় ডকুমেন্টের অন্য কোথায় সংযোজন করার প্রয়োজন হলে কপি এবং পেস্ট কমান্ড ব্যবহার করা হয়।

Copy and Paste in PowerPoint 2007
  • যে লেখাটুকু কপি করে অন্যত্র বসাতে চান তা নির্বাচন করুন।
  • Home ট্যাবের Clipboard গ্রুপের Copy কমান্ড ক্লিক করুন।
  • এবারে যেখানে টেক্সটটুকু সংযোজন করতে চান কার্সর বা ইনসার্সন পয়েন্ট সেখানে রাখুন।
  • Home ট্যাবের Clipboard গ্রুপের Paste কমান্ড ক্লিক করুন।

কাট এবং পেস্ট কমান্ডের ব্যবহার

ডকুমেন্টের স্লাইডের টেক্সট অন্যত্র সরাতে চাইলে কাট এবং পেস্ট কমান্ড ব্যবহার করতে হয়।

Cut and Paste in PowerPoint 2007
  • যে লেখাটুকু অন্যত্র সরাতে চান তা সিলেক্ট করুন।
  • Home ট্যাবের Clipboard গ্রুপের Cut কমান্ড ক্লিক করুন।
  • এবারে যেখানে টেক্সটটুকু সরাতে চান কার্সর বা ইনসার্সন পয়েন্ট সেখানে রাখুন।
  • Home ট্যাবের Clipboard গ্রুপের Paste কমান্ড ক্লিক করুন।

টেক্সটসমূহ ড্রাগ এবং ড্রপ ব্যবহার করে কপি কিংবা সরানো

কাজের প্রয়োজনে স্লাইডের কোন টেক্সটকে মাউস দ্বারা ড্রাগ এবং ড্রপ করে অন্যত্র কপি বা মুভ করতে পারবেন।

  • মুভ করার জন্য: প্রয়োজনীয় অংশ নির্বাচন করুন এবং মাউস পয়েন্টার দ্বারা ড্রাগ করে অন্যত্র সরান।
  • কপি করার জন্য: প্রয়োজনীয় অংশ নির্বাচন করুন এবং কীবোর্ডের Control কী চেপে ধরে মাউস দ্বারা ড্রাগ করুন।

No comments

Powered by Blogger.