MS Word কী ? পর্ব ০১
মাইক্রোসফট মাল্টি-টুল ওয়ার্ড -এর ঘোষণা দেয় জেনিক্স এবং এমএস-ডস এর জন্য ১৯৮৩ সালে শীঘ্রই এর নাম পরিবর্তন করে করা হয় মাইক্রোসফট ওয়ার্ড একই বছরে মাইক্রোসফট উইন্ডোজের জন্য ওয়ার্ড চালু করে।
মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। যার মাধ্যমে যেকোন ধরনের কম্পোজ টাইপ, প্রজেক্ট, ড্রয়িং, ছোটখাট ডিজাইনের কাজ, প্রোফাইল তৈরির কাজ, দলিল লেখা, প্রশ্নপত্র টাইপ, অফিশিয়াল কাজসহ বিভিন্ন ডকুমেন্ট তৈরি এবং প্রিন্ট দেওয়াসহ যাবতীয় কাজ সম্পন্ন করা যায়। সংক্ষেপে এটিকে MS Word বলা হয়।
MS Word কি কাজে ব্যবহার করা হয়?
- আবেদনপত্র/দরখাস্ত/চিটিপত্র টাইপ এবং প্রিন্ট করা যায়।
- যেকোন প্রকারের ডকুমেন্ট অথবা টেক্সট টাইপ করা যায়।
- স্কুল-কলেজের প্রশ্নপত্র টাইপ এবং প্রিন্টের কাজ করা যায়।
- দলিল টাইপ করা যায়।
- শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট টাইপ করা যায়।
- শিক্ষকরা ক্লাস তৈরি করতে পারবেন।
- সীমিত আকারে ডিজাইনের কাজ করা সম্ভব।
- প্রয়োজনীয় প্রজেক্ট ফাইল এবং প্রোফাইল তৈরি করা যায়।
- ড্র, ড্রয়িং, ডায়াগ্রামসহ টেবিলের কাজ করা যায়।
No comments