Introduction to Photoshop Tools । পর্ব ১৬
Eyedropper Tool :
আইড্রপার টুল এর সাহায্যে চিত্রের যেকোনো স্থানে ক্লিক করলে ফোরগ্রাউন্ড হিসাবে ইমেজের রং নির্বাচন করা যায় ।
Color Sampler Too : এ টুলটি ব্যবহার করে চিত্রের রঙের মান পরিমাপ করতে বা দেখতে ব্যবহৃত হয় ।
Ruler Tool : রুলার টুল ওয়ার্কস্পেসের যেকোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব গণনা বা প্রান্তের মধ্যকার কৌনিক দূরত্ব, উচ্চতা এবং প্রশস্ততা ইত্যাদি ব্যবহৃত মাপা হয় ।
Note Tool : এই টুল ব্যবহার করে ইমেজের উপর ইমেজের কোন নোট বা
মন্তব্য লেখা যায় ।
মন্তব্য লেখা যায় ।
No comments