Vocabulary. 03
Off
দূরে , দূরত্বে , তফাতে , দেরিতে , পরে , বন্ধ , বিচ্ছিন্ন
On
উপরে ; উপরিভাগে ; নিকটে ; কাছে ; প্রতি ; অভিমুখে
Over
ওপর ওপরে, আড়াআড়ি
Through
সাহায্যে (Prep.), দ্বারা (Prep.), মারফত (Prep.), শেষ পর্যন্ত (Prep.), গুজরৎ (Prep.), একস্থান হইতে অন্য স্থানে (Prep.), ভিতরে সর্বত্র (Prep.), পথ দিয়া (Prep.), সম্পূর্ণ শেষ করিয়া (Prep.), ধরিয়া ব্যাপিয়া (Prep.), আগাগোড়া (Prep.), এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যঁত (Prep.)
To
প্রতি, দিকে, তে অভিমুখে
Under
তলে, নিচে, অধীনে
Up
উঁচু; উঁচুতে; উচ্চতর স্থানে
With
সঙ্গে, সাথে, সহিত, দ্বারা, দিয়া
As
হিসাবে (Adv.), যেমন (Adv.), মত (Adv.), যত (Adv.), যথা (Adv.), যতদূর (Adv.), তত (Adv.), সেভাবে (Adv.), ন্যায় (Adv.), পারা (Adv.), ততখানি (Adv.), যতখানি (Adv.), যেভাবে (Adv.), ততদূর (Adv.), তেমন (Adv.), যাহা হউক (Adv.), যেহেতু (Conj.), কারণ (Conj.), যেন (Conj.), বলিয়া (Conj.), যদিত্ত (Conj.), তাহা (Conj.), যে (Pro.), যাহা (Pro.)
For
জন্য (Conj.), দরূন (Conj.), জন্যে (Prep.), করে (Prep.), মত (Prep.), সম্বন্ধে (Prep.), পরিবর্তে (Prep.), সন্ধানে (Prep.), অভিমুখে (Prep.), সত্ত্বেত্ত (Prep.), উপকারার্থে (Prep.), অনুসন্ধানার্থে (Prep.), ব্যাপিয়া (Prep.), ক্ষতিপূরণে (Prep.), অর্থে (Prep.), অনুরোধে (Prep.), হইয়া (Prep.)
Of
মধ্যে (Prep.), সম্পর্কে (Prep.), সম্পর্কিত (Prep.), বিষয়ে (Prep.), হইতে (Prep.), পূর্ণ (Prep.), সম্পর্কান্বিত
(Prep.), কিছুর দ্বারা তৈয়ারি (Prep.), আক্রান্ত হইয়া (Prep.), কিছুর দ্বারা গঠিত (Prep.)
Till
এ পর্যন্ত, এ যাবৎ
Than
তুলনায় (Conj.), চেয়ে (Conj.), থেকে (Conj.), অপেক্ষা (Conj.), হইতে (Conj.)
A
একটি ; এক; একখানি; কোন এক; যে কোন, ইংরেজী বর্ণমালার প্রথম বর্ণ
The
(নির্দিষ্ট কোনও ব্যক্তি বা বস্তু নির্দেশক) টি, টাখানি, খানা, ঐ (Article), এই (Article), টি (Article), টা (Article)
All
সব, সমস্ত , সকল , সম্পূর্ণ
Any
কোন কিছু, যে কেউ, যে কোনো
Every
প্রত্যেক
No
না, নয়, নহে
Other
অপর, অন্য
No comments