কিভাবে নতুন প্রেজেনটেশন? পর্ব ৩
নতুন প্রেজেনটেশন তৈরি করা
প্রেজেনটেশনের ধারণা অর্জন করতে হলে নতুন প্রেজেনটেশন তৈরি করা জানতে হবে। স্টার্ট মেন্যু কিংবা যে কোন সর্টকাট আইকন থেকে পাওয়ারপয়েন্ট চালু করলে ডিফল্ট অবস্থায় একটি স্লাইডসহ নতুন প্রেজেনটেশন প্রদর্শিত হবে। অবশ্য ওপেন থাকাবস্থাও নতুন প্রেজেনটেশন তৈরি করা যায়।
- মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করুন।
- প্রদর্শিত মেন্যু হতে New ক্লিক করুন।

- ডিফল্ট অবস্থায় Blank প্রেজেনটেশন সিলেক্টেট অবস্থায় New Presentation ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।

- এবারে Create বাটন ক্লিক করুন।
লক্ষ্য করুন পাওয়ারপয়েন্টে নতুন উইন্ডো প্রদর্শিত হয়েছে।
নোট: আপনি যখন নতুন প্রেজেনটেশন তৈরি করবেন তখন ডিফল্ট অবস্থায় Title Slide লেআউটি প্রদর্শিত হবে।
No comments