সফটওয়্যার কত প্রকার ও কি কি?

 



কম্পিউটার সফটওয়্যারকে প্রধানত তিন প্রকার। যেমন;

  1. সিস্টেম সফটওয়্যার (System Software)
  2. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)
  3. ইউটিলিটি সফটওয়্যার  ( Utility Software)
সিস্টেম সফটওয়্যার  ঃ একটি কম্পিউটার সফটওয়্যার যেটার নকশা করা হয়েছে, কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এবং এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য।

  • mac OS
  • Linux 
  • Android
  • and Microsoft Windows
অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।

  • Microsoft software (MS Office, PowerPoint, Word, Excel, and Outlook)
  • Internet browsers ( Google Chrome, Safari, Firefox, etc.) 
  • Graphics and designing software ( Canva, Adobe Photoshop, CorelDraw, and AutoCAD.)
  • Real-time online communication ( Skype, Hangouts, Google Meet, Zoom, and Whatsapp for video, and audio calls and messages.)
  • Multimedia and music streaming software ( Wynk, Gaana, MX Player, VLC Media Player, Spotify, Pandora, etc. )
  • Project management software (Asana, Zoho, Slack, Forecast, etc )
ইউটিলিটি সফটওয়্যার ঃ  এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ (optimize) এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে। 

Antivirus Programs

 • File Manage
 • Backup Software
 • Registry Cleaner
 • Screen Saverser
 • Disk Checker
 • Disk Defragmenter
 ইত্যাদি



No comments

Powered by Blogger.